দীর্ঘ ৯ মাস পরে অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সহ নাসার নয় নভশ্চর । তাঁদের নিয়ে স্পেসেক্স ক্রু ড্রাগন মহাকাশ যান আজ খুব ভোরে পৃথিবীতে পৌঁছয়, অবতরণ করে ফ্লোরিডার তালাহাসি উপকূলে।
এর সঙ্গেই স্পেসেক্স এর ক্রু নাইনে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নাসার নিক হেগ ও রাশিয়ার আলেকজান্ডার গরবুনভকে নিয়ে রুটিন অভিযান শেষ হল।
এদিকে এই সঙ্গে সারা বিশ্বের পাশাপাশি এ দেশের মানুষেরও দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় ।
উল্লেখ্য, গত বছর জুন থেকে উইলমোর ও উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছিলেন। বোয়িং স্টার লাইনার মহাকাশ যানে প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্ধারিত সময়ে তাঁরা ফিরতে পারেন নি। ৮ দিনের জায়গায় ২৮৬ দিন দুই নভশ্চরকে কাটাতে হয় মহাকাশ কেন্দ্রে।
গত রবিবার চার নভশ্চর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন।
আগেই জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক চিঠিতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফেরার পর সুনিতা উইলিয়ামসকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সুনিতা উইলিয়ামস সহ নাসার ৯ জন নভশ্চর কে আবারো পৃথিবীতে ফিরে আসার জন্যে অভিনন্দিত করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, সুনিতা উইলিয়ামসদের নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন কে গৌরবের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।