দীপাবলি ও ছট পুজোর উপলক্ষ্যে যাত্রী ভিড় সামাল দিতে আড়াই হাজারেরও বেশি অতিরিক্ত বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গত বছর এই সংখ্যা ছিল সাড়ে চার হাজার। এ বছর তা সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার। এর ফলে প্রতিদিন প্রায় দুই লক্ষ অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হয়েছে। স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন, অনুসন্ধান কাউন্টার, ভ্রাম্যমান শৌচালয় স্থাপন করা হয়েছে।