মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 17, 2025 5:38 PM

printer

দিল্লী সহ জাতীয় রাজধানী অঞ্চল, বিহারের সিওয়ান এবং ওড়িশার পুরীতে আজ মৃদু ভূকম্পন অনুভূত হয় ।

দিল্লী সহ জাতীয় রাজধানী অঞ্চল, বিহারের সিওয়ান এবং ওড়িশার পুরীতে আজ মৃদু ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪। আজ ভোরে দিল্লি ও আশেপাশের এলাকা কেঁপে ওঠে। ভূ-কম্পন অনুভূত হয় পার্শ্ববর্তী হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে,রাজধানী দিল্লির ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্হল।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী ও রাজধানী অঞ্চলের বাসিন্দাদের শান্ত থাকতে এবং প্রয়োজনীয় সুরক্ষা পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্প পরবর্তী কম্পনের সম্ভাবনার প্রেক্ষিতে সকলের সতর্ক থাকা প্রয়োজন। প্রশাসন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বলেও তিনি জানিয়েছেন।   

      এদিকে, আপোতকালীন পরিস্হিতিতে সাহায্যের জন্য দিল্লি পুলিশ একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নাগরিকরা ১১২ নম্বরে ফোন করে প্রয়োজনীয় সহায়তা চাইতে পারে।

       অন্যদিকে, বিহারের সিওয়ান জেলা এবং সংলগ্ন এলাকায় আজ সকালে ভূকম্পন অনুভূত হলে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

জীবন ও সম্পত্তি হানির কোনো খবর পাওয়া যায়নি।

     কয়েক ঘণ্টার ব্যবধানে কেঁপে ওঠে ওড়িশার পুরীও। তবে, জীবন  ও সম্পত্তি হানির কোন খবর নেই।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন