মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 20, 2025 6:09 PM

printer

দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রেখা গুপ্তা আজ সচিবালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন।

দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রেখা গুপ্তা আজ সচিবালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। মুখ্যসচিব ধর্মেন্দ্র কুমার এবং অন্য বরিষ্ঠ আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। জাতীয় রাজধানীর সাংসদ ও বিধায়করা শ্রীমতি গুপ্তার সঙ্গে দেখা করে অভিনন্দন জানান।

এর আগে, রামলীলা ময়দানে বিজেপির প্রথম বারের বিধায়ক রেখা গুপ্তা দিল্লীর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। উপরাজ্যপাল ভি কে সাক্সেনা, শ্রীমতি গুপ্তা সহ ৬ ক্যাবিনেট মন্ত্রীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। এই ৬ জন হলেন, পবেশ সাহিব সিং, অশীষ সুদ, মনজিন্দর সিং সিরসা, রভিন্দর ইন্দিরাজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং।

উল্লেখ্য, সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত এবং আতিশীর পর রেখা গুপ্তা দিল্লীর চতুর্থ এবং বিজেপির দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য রেখা গুপ্তাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, তৃণমূল স্তর থেকে উঠে এসে শ্রীমতি গুপ্তা, রাজ্য সংগঠন, পৌর প্রশাসন এবং বর্তমানে বিধায়ক তথা মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে তুলে ধরেছেন। দিল্লীর উন্নয়নে শ্রীমতি গুপ্তা পূর্ণ শক্তি নিয়ে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

একই সঙ্গে শ্রী মোদী, আজ  শপথ নেওয়া অন্য ৬ মন্ত্রীদেরও অভিনন্দন জানান। অভিজ্ঞতা ও ক্ষমতার মিশেলে গঠিত এই নতুন সরকার সিল্লীতে সুপ্রশাসন সুনিশ্চিত করবে বলে প্রধানমন্ত্রী জানান। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন