দিল্লীতে আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় আরও পাঁচ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল সাত। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন জানিয়েছেন, ধৃতদের মধ্যে চার জন বেসমেন্টের মালিক। বাকি একজন সেই ব্যক্তি যার গাড়ির ধাক্কায় বেসমেন্টের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে প্রাথমিক অনুমান। ঐ বেসমেন্টে ব্যবসায়িক কাজের অনুমতি ছিল না বলে তিনি জানান। এই ঘটনায় দিল্লি পুরনিগমের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই একজন জুনিয়র ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে করোল বাগ জোনের এক সহকারী ইঞ্জিনিয়ারকে।
গতকালই ঐ কোচিং সেন্টারের মালিক এবং এক কো-অর্ডিনেটরকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় ভারী বৃষ্টির জেরে ঐ কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে শিক্ষার্থী ও কর্মচারীসহ ৩৫ জনেরও বেশি মানুষ আটকে পড়েন। প্রাণ হারান উত্তরপ্রদেশের শ্রেয়া যাদব, তেলেঙ্গানার তানিয়া সোনি এবং কেরলের নবীন ডালউইন।