দিল্লি বিধানসভা নির্বাচনের জয়কে সুশাসন এবং উন্নয়নের জয় বলে অভিহিত করেছেন প্রবীণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের শক্তিই সর্বোচ্চ। দলের এই বিপুল জয়ের জন্য দিল্লির সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দিল্লির উন্নয়নে কোনও খামতি রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দিল্লির মানুষের জীবন যাত্রার মান উন্নত করা হবে এবং বিকশিত ভারত গঠনে দিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জয়ের জন্য বিজেপির প্রত্যেক নেতা কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন শ্রী মোদী।
আজ সন্ধ্যায় দিল্লিতে দলের সদর কার্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী। বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।