March 24, 2025 10:38 AM

printer

দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হতে চলেছে।

দিল্লি বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হতে চলেছে। প্রাথমিকভাবে এই অধিবেশন আগামী ২৮ তারিখ পর্যন্ত চলার কথা থাকলেও, এর সময়সীমা প্রয়োজনে বাড়তে পারে। আগামী সোমবার, দিল্লি পরিবহণ নিগম-ডি টি সি সংক্রান্ত কম্পট্রোলার ও অডিটর জেনারেল-সি এ জি-র একটি রিপোর্ট বিধানসভায় পেশ হতে চলেছে।
আগামীকাল বিধানসভায় বাজেট উপস্থাপিত হওয়ার পর, ২৬ তারিখ বিধায়করা এই সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।