দিল্লি বিধানসভার উপাধ্যক্ষ পদে আজ নির্বাচন হবে। বিধানসভার কার্যতালিকায় উল্লেখ করা হয়েছে যে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিজেপি বিধায়ক মোহন সিং বিস্তের নাম উপাধ্যক্ষ পদের জন্য প্রস্তাব করবেন। তিনি মুস্তাফাবাদ বিধানসভা ক্ষেত্র থেকে নির্বাচিত হন।
এছাড়াও, বিধানসভায় আজ পূর্বতন সরকারের আবগারী নীতি সংক্রান্ত CAG রিপোর্ট নিয়েও আলোচনা হবে। গত মঙ্গলবার বিধানসভায় এই ক্যাগ রিপোর্ট পেশ করা হয়।
Site Admin | February 27, 2025 1:17 PM
দিল্লি বিধানসভার উপাধ্যক্ষ পদে আজ নির্বাচন হবে।
