মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 24, 2025 2:40 PM

printer

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ একাধিক বিধায়কের শপথ গ্রহণের মধ্যে দিয়ে নবগঠিত দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ একাধিক বিধায়কের শপথ গ্রহণের মধ্যে দিয়ে নবগঠিত দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি আজ শপথ নিয়েছেন মন্ত্রিসভার সদস্য প্রবেশ সাহেব সিং, আশিস সুদ, মনজিন্দার সিং শিরসা, কপিল মিশ্রা, রবীন্দ্র ইন্দ্রজ সিং এবং পঙ্কজ সিং। প্রোটেম স্পিকার অরবিন্দার সিং তাঁদের শপথ বাক্য পাঠ করান। এরপর দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। ফের অধিবেশন বসলে হবে  অধ্যক্ষ নির্বাচন।

 উপরাজ্যপাল ভি কে সাক্সেনা আগামীকাল বিধানসভায় ভাষণ দেবেন। ওইদিনই পূর্বতন সরকারের কাজকর্ম সংক্রান্ত CAG রিপোর্ট সভায় পেশ করা হবে।

তিনদিন ব্যাপী এই অধিবেশন চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত।

   উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ৭০ টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে জয়ী হয়েছে। আম আদমী পার্টি পেয়েছে ২২’টি আসন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন