দিল্লির বুরারি এলাকায় চারতলা ভবন ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। গতসন্ধ্যায় ঐ ভবন ধসে পড়ার পর দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। উত্তর দিল্লির ডিসিপি রাজা বানথিয়া সাংবাদিকদের জানিয়েছেন, ধ্বংসস্তূপের নীচে এখনও ১২ থেকে ১৫ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ, দমকল, দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এনডিআরএফ উদ্ধার অভিযান চালাচ্ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন । সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জানান, দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ নিয়ে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।