দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজই শপথ নিতে চলেছেন রেখা গুপ্তা। নতুন দিল্লির রামলীলা ময়দানে আজ দুপুরে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন দিলের উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এছাড়াও প্রায় কুড়িটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত।
গতকাল সন্ধ্যায় শ্রীমতি গুপ্তা উপ-রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। দিল্লির বিজেপি পরিষদীয় দল মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তার নাম ঘোষণা করে।
বিধানসভা নির্বাচনে রেখা গুপ্তা শালিমারবাগ আসনে নির্বাচিত হয়েছেন। ১৯৯২ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলত রাম কলেজে ABVP-এর সদস্য হিসাবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। একসময় দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতিও নির্বাচিত হন। দিল্লিতে বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক হিসেবেও রেখা গুপ্তা দায়িত্ব পালন করেছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তার নাম ঘোষণার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা এবং বিজেপি নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনন্দন জানিয়ে বলেন, রেখা গুপ্তার ওপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ রাজধানীগুলির মধ্যে দিল্লিকে নিয়ে আসার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পালনের জন্য বিজেপির এই নতুন মুখ্যমন্ত্রী নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এক সমাজ মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, দিল্লির তথ্য প্রযুক্তি ইকো সিস্টেম এবং রেলের উন্নয়নে রেখা গুপ্তার সঙ্গে কাজ করার তিনি উন্মুখ।
প্রবীন বিজেপি নেতা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ’ও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।