দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আপ নেত্রী আতিশী। নতুনদিল্লিতে আজ আপ বিধায়কদের বৈঠকে তিনি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন। অরবিন্দ কেজরিওয়াল ইতমধ্যেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। আজ সন্ধ্যায় উপরাজ্যপাল ভি কে সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
বিধায়কদের বৈঠকের পর নগর উন্নয়ন মন্ত্রী গোপাল রাই সাংবাদিকের বলেন, আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত আতিশীই মুখ্যমন্ত্রী থাকবেন বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। তাঁরা চান এ বছরের অক্টোবর-নভেম্বরে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক। বিজেপি, আম আদমি পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, সংবাদমাধ্যমকে আতিশী জানিয়েছেন, দিল্লির জনগণের কল্যাণে তিনি কাজ করবেন। এই গুরু দায়িত্ব প্রদানের জন্য আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে, অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েই কেজরিওয়াল, আতিশিকে মুখ্যমন্ত্রী করছেন বলে বিজেপি দাবি করেছে। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা আজ সাংবাদিকদের বলেন, আম আদমি পার্টি দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তাঁর সময়কালে সমস্ত দুর্নীতির জবাব কেজরিওয়ালকে দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর আতিশীই হবেন দেশে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী।