দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আপ নেত্রী অতিশী। নতুনদিল্লিতে আজ আপ বিধায়কদের বৈঠকে তিনি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন। সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার দুদিন পর গত রবিবার আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবার কথা ঘোষণা করে বলেন, মানুষ যতক্ষণ না তাদের রায় দিচ্ছেন, ততক্ষণ তিনি মুখ্যমন্ত্রী পদে বসবেন না। আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন হবার কথা থাকলেও শ্রী কেজরিওয়াল, চলতি বছর নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গেই দিল্লিতে ভোট করানোর দাবি জানান।
Site Admin | September 17, 2024 12:54 PM