দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস–এইমস সাধারণ মানুষের স্বার্থে, আন্দোলনরত রেসিডেন্ট ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে। এক বিবৃতিতে এইমস জানিয়েছে, সরকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সুপ্রিম কোর্টও তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠন করেছে। স্বাস্থ্য পরিষেবায় নিযুক্তদের সুবিধার্থে ডিনের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করেছে এইমস। হাসপাতালের কর্মী, রোগী এবং তাঁদের পরিজনদের সুরক্ষার দিকটি দেখার জন্য পনেরো সদস্যের পৃথক একটি অভ্যন্তরীণ কমিটিও গঠন করা হয়েছে।
Site Admin | August 21, 2024 9:42 PM