দিল্লি পুলিশ ৫ মহিলা সহ ৭ জন বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ২ জন জাতীয় রাজধানি অঞ্চলের গুরুগ্রামে পরিচয় গোপন করে বসবাস করত । ৫মহিলাও তাদের সঙ্গে ছিল । গতকাল পুলিশ তাদের গ্রেপ্তার করে । এরা নির্মাণ শিল্পএবং বিউটি পার্লারে কাজ করত । দিল্লির উপ রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা সম্প্রতিদিল্লি অঞ্চলে বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করার নির্দেশ দেন । এর পরই পুলিশএর পক্ষ থেকে বিশেষ অভিযানচালানো হছেছে ।
Site Admin | December 29, 2024 10:15 PM