দিনহাটার চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার পাকিস্তানি মর্টার, গতকাল এক কৃষক জমিতে চাষের কাজ করার সময় এই শেলটি লক্ষ্য করে। এরপর পাশেই বিএস এফ কে খবর দেওয়া হলে বি এস এফ স্কোয়াড সেটি সংরক্ষন করে রাখে । ভারতীয় সেনাবাহিনীর বোম্ব স্কোয়াড দলকে খবর দেওয়া হয়, আজ সকালে সেনাবাহিনীর বিন্নাগুরি থেকে বোম স্কোয়ার্ড এসে মর্টারটি নিষ্ক্রিয় করে।
Site Admin | December 18, 2024 9:46 PM