মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 27, 2025 9:52 PM

printer

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিচালনার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিচালনার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল। মন্দিরের উদ্বোধন সহ অন্যান্য বিষয় এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কমিটির সদস্যরা বৈঠকে যোগ দেন। পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি এই বৈঠকে যোগ দিয়েছিলেন। ছিলেন কমিটির অন্যান্য সদস্যরা। অক্ষয় তৃতীয়ার দিন সৈকত সুন্দরী দিঘায় গড়ে ওঠা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। যেটুকু কাজ বাকি আছে দ্রুত গতিতে তা শেষ করার তৎপরতা চলছে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। বাংলার আপামর মানুষ অপেক্ষার প্রহর গুনছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন