মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 5, 2024 12:44 PM

printer

দিওয়ালি ও ছট উৎসব উপলক্ষে পূর্ব ও দক্ষিণ-পুর্ব রেল অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে

দিওয়ালি ও ছট উৎসব উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাহিদার কথা বিবেচনা করে পূর্ব রেল অতিরিক্ত দু’জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দু’জোড়া স্পেশাল এর মধ্যে এক জোড়া ট্রেন হাওড়া ও Raxaul-এর মধ্যে এবং আরেক জোড়া  শিয়ালদা ও গোরখপুরের মধ্যে চলাচল করবে বলে রেল সূত্রের খবর। 03053 Howrah-Raxaul অসংরক্ষিত স্পেশাল হাওড়া থেকে আজ রাত ১১ টা ৪৫ মিনিটে ছেড়ে আগামীকাল বিকেল ৩ টে ৪৫ মিনিটে Raxaul পৌঁছাবে। এবং 03054 Raxaul-Howrah অসংরক্ষিত স্পেশাল Raxaul থেকে বিকেল ৪ টে ৫৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল সাড়ে ৮টায় হাওড়া পৌঁছাবে। যাতায়াতের পথে ট্রেন দুটি উভয় দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডীহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমস্তিপুর, মুজাফরপুর, হাজিপুর, ছাপড়া, সিয়ান এবং দেওরিয়া সদর স্টেশনে থামবে। অন্যদিকে, 03133 Sealdah-Gorakhpur অসংরক্ষিত স্পেশাল শিয়ালদা থেকে আজ রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে আগামীকাল সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে গোরখপুর পৌঁছাবে এবং 03134 Gorakhpur-Sealdah অসংরক্ষিত স্পেশাল আগামীকাল (০৬/১১/২০২৪) গোরখপুর থেকে রাত সাড়ে ৯টায় ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭টায় শিয়ালদা পৌঁছাবে। যাতায়াতের পথে উভয় দিকে নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডীহ, ঝাঝা, কিউল, বারাউনি, সমস্তিপুর, মুজাফফরপুর, হাজিপুর, ছাপড়া, সিয়ান এবং দেওরিয়া সদর স্টেশনে থামবে বলে পূর্ব রেল সূত্রের খবর।

এদিকে, উৎসব মরশুমে দক্ষিণ পূর্ব রেল এর অধীনস্থ এলাকায় বিশেষ ট্রেন চলছে।  আজ 07226 শালিমার – Secunderabad স্পেশাল শালিমার থেকে সকাল ১০টায় ছাড়বে এবং 08185 Hatia-Durg স্পেশাল হাতিয়া থেকে সন্ধ্যা ৮টা ৫মিনিটে ছাড়বে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন