মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 17, 2024 12:36 PM

printer

 দার্জিলিং এর সান্দাকফু বেড়াতে গিয়ে শ্বাসকষ্টজনিত কারনে একাধিক পর্যটকের মৃত্যুর পর মানেভঞ্জন – সান্দাকফু রুটে একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার কথা জানিয়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্য সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে।

      দার্জিলিং এর সান্দাকফু বেড়াতে গিয়ে শ্বাসকষ্টজনিত কারনে একাধিক পর্যটকের মৃত্যুর পর মানেভঞ্জন – সান্দাকফু রুটে একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার কথা জানিয়ে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্য সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে। সেখানে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করার পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এদিকে, সান্দাকফু দর্শনে যাওয়া পর্যটকদের জন্যে আগামী বছরের শুরুতেই মানেভঞ্জনে তাদের শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক হতে চলেছে। সেইসঙ্গে সেখানে চব্বিশ ঘন্টার জন্যে একটি অ্যাম্বুলেন্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন