দামোদর ভ্যালি কর্পোরেশনের আর্থিক চ্যালেঞ্জ সহ বিভিন্ন সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে বলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টর আশ্বাস দিয়েছেন। কলকাতায় আজ ডিভিসি-র সদর দপ্তরে সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী ডিভিসি-র উৎপাদিত বিদ্যুত ভাণ্ডারে পুনর্নবীকরণ যোগ্য শক্তির অংশ বাড়ানোর উপর বিশেষ জোর দেন। সংস্থার ভবিষ্যৎ, সম্প্রসারণ পরিকল্পনা এবং সামগ্রিক বৃদ্ধিতে সরকার সহায়তা করবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। মন্ত্রী জানান, সংস্থার আধিকারিকরা তাদের লক্ষ্য অর্জনে এবং দেশের শক্তির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতি বছর বর্ষায় এরাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জন্য ডিভিসি কর্তৃপক্ষ দায়ী বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, তার প্রেক্ষিতে শ্রী খট্টর বলেন, একতরফা দোষারোপ করার পরিবর্তে উভয় পক্ষের আলোচনার মাধ্যমেই এই সমস্যার সামধান সম্ভব।