দশ দিনব্যাপী মাইসুরু দশেরা বিশাল শবরী শোভাযাত্রার মাধ্যমে আজ সন্ধ্যায় শেষ হবে। দশেরা পালনের এই ঐতিহ্য চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের সময়ের। রাজ্য সরকার সেই ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে। হাতির পিঠে সাড়ে সাতশো কজি সোনার সিংহাসনে প্রতিষ্ঠিত দেবী চামুন্ডেশ্বরীকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই উপলক্ষে দেশ-বিদেশের বহু মানুষ মাইসুরুতে ভিড় জমান।
শবরী শোভাযাত্রায় সুসজ্জিত হাতি, সাংস্কৃতিক দল, লোকশিল্পী, ট্যাবলো অংশ নেয়। এছাড়া থাকে ড্রোন , লেজার শো এবং আতশবাজি প্রদর্শনী।