দলের আনা মুলতুবি প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা না হওয়ার প্রতিবাদ জানিয়ে বিরোধী বিজেপি আজ বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগ তুলে তা নিয়ে আলোচনার দাবি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা আজ একটি মুলতুবি প্রস্তাব পেশ করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাবকে অবৈধ বলে খারিজ করে দিলে বিজেপি সদস্যরা সংবিধানের কপি হাতে সভায় বিক্ষোভ দেখান। পরে তারা অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল বিধানসভার বাইরে রাস্তায় এসে বিক্ষোভ দেখায়। সেখানে তারা ভাগবত গীতা হাতে নিয়ে মানববন্ধন করে।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা মন্ত্রী ফিরাদ হাকিমের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, অন্য সম্প্রদায়কে অসম্মান করার কোন এক্তিয়ার ফিরাদ হাকিমের নেই। তাই ফিরহাদ হাকিমকে বরখাস্ত না করা পর্যন্ত তারা বিধানসভা বয়কট করবেন এবং বাইরে আন্দোলন চালিয়ে যাবেন।