ডিসম্বরে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার, এবছর ফেব্রুয়ারীতে নদীয়ার কল্যাণীর পরে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমায় ফের বাজি বিস্ফোরণ।
জেলার ঢোলাহাটের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরির এক বাড়িতে মজুত বাজি থেকে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এদের মধ্যে চারটি শিশু। এই দুর্ঘটনায় দুই ভাই চন্দ্রকান্ত ও তুষার বণিকের বাবা অরবিন্দ এবং ঠাকুমা প্রভাবতী বণিক, চন্দ্রকান্তের স্ত্রী সান্তনা, দুই সন্তান অর্ণব ও অস্মিতা এবং তুষারের দুই সন্তান অনুস্কা ও অঙ্কিতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তুষারের স্ত্রীকে প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতাল ও পরে কলকাতার এস এস কে এম হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। দুই ভাই চন্দ্রকান্ত ও তুষার বিস্ফোরণের সময় বাড়ির বাইরে ছিলেন।
গতরাতে বাজির পাশাপাশি দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। অসংখ্য বারুদের ড্রাম ও বাজির পেটি গ্রামের চারিদিকে ছড়িয়ে রয়েছে। খবর পেয়ে মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে, চন্দ্রকান্ত ও তুষারের বিরুদ্ধে ঢোলারহাট থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।