দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে আগামী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সারা সপ্তাহ জুড়েই বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জায়গায়।
আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
Site Admin | April 6, 2025 6:08 PM
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে আগামী ৪৮ ঘণ্টায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
