দক্ষিণ-পশ্চিম নাইজেরে একটি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছেন আহত আরো ১৩ জন। পশ্চিম আফ্রিকার এই দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে শুক্রবার নামাজের সময় কোকোরোউয়ে গ্রামীণ কমিউনের ফোম্বিতা গ্রামে এই হামলা চালানো হয়। নাইজের, বুরকিনা ফাসো এবং মালির ত্রিদেশীয় সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত এই এলাকাটি, পশ্চিম আফ্রিকায় আল কায়েদা এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর সঙ্গে যুক্ত জেহাদি নাশকতামূলক কার্যকলাপের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত। মন্ত্রক জানিয়েছে হামলাকারীরা পিছু হটার আগে নিকটবর্তী একটি বাজার ও বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই হামলার ঘটনায় সরকার, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর স্বীকৃত EIGS গোষ্ঠীকে দায়ী করেছে।
Site Admin | March 23, 2025 11:12 AM
দক্ষিণ-পশ্চিম নাইজেরে একটি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৪ জন প্রাণ হারিয়েছেন আহত আরো ১৩ জন।
