দক্ষিণ গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছের বেশ কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর গুজরাট এবং দক্ষিণ রাজস্থানের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারেও একই পরিস্থিতি থাকবে।
৩০ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।