দক্ষিণ গাজার খান ইউনিসে ইজরায়েলী বিমান হানায় হামাসের রাজনৈতিক নেতা সালাহ্- আল- বারদাউইল নিহত হয়েছেন। হামাস ও প্যালেস্তিনীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, দক্ষিণ গাজায় বারদাউইলকে লক্ষ্য করে চালানো এই হামলায় তাঁর স্ত্রীও নিহত হয়েছেন। গতকাল থেকে গাজার বিভিন্ন এলাকায় ইজরায়েলী বিমান হানায় ৩২ জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন।
১৯শে জানুয়ারি বলবৎ হওয়া যুদ্ধ বিরতি চুক্তি থেকে হামাস সরে আসার অভিযোগ করে ইজরায়েল গাজাতে ব্যাপক ভাবে আক্রমণ শুরু করে। তারপর থেকে ইসরাইলের আক্রমণে নিহত হয়েছেন হামাসের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার জোর দিয়ে বলেছেন যে তাদের এই যুদ্ধের প্রাথমিক উদ্দেশ্য সামরিক বাহিনী এবং পরিচালন কর্তৃপক্ষ হিসেবে হামাসকে ধ্বংস করা। তিনি বলেছেন, হামাসের কাছে পণবন্দিদের মুক্ত করতে চাপ সৃষ্টি করাই তাদের সর্বশেষ হামলার উদ্দেশ্য।