দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনায় ১৭৬ জনের মৃত্যু হয়েছে। দমকল সূত্রে খবর, দুই ক্রু সদস্য বেঁচে গেলেও তিনজন এখনও নিখোঁজ। ক্রু সহ ১৮১ জন যাত্রী নিয়ে জেজু এয়ারের ঐ উড়ান, ব্যাঙ্কক থেকে ফিরছিল। আজ সকালে মুয়ান শহরে অবতরণের সময়েই রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রাণওয়েতে নামার পরেই দেওয়ালে ধাক্কা খেয়ে বিমানটিতে আগুন ধরে যায়। ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি পরিষেবায় নিয়োজিত সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।