দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে এখনো পর্যন্ত ১৮ জন নিহত এবং ১৯ জনের আহত হবার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বহু ঘরবাড়ি ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক স্থানও এই অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ৩০০ বছরের পুরনো একটি বৌদ্ধ মন্দির ।
কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার সহ একাধিক সংস্থা এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করে চলেছে। প্রায় ৫,০০০ সামরিক কর্মী মোতায়েন করা হয়েছে। প্রায় ১৭,০০০ হেক্টর বনও ধ্বংস হয়ে গেছে, আয়তনের দিক থেকে এই পরিমাণ দক্ষিণ কোরিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম। এক বিবৃতিতে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হান ডাক-সু বলেছেন যে এই দাবানল কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ।
গত সপ্তাহে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানচেং কাউন্টিতে প্রথম দাবানল শুরু হয়, কিন্তু এখন তা পার্শ্ববর্তী শহর উইসং, আন্দং, চেওংসং, ইয়েংইয়াং এবং ইয়েংদেওকে ছড়িয়ে পড়েছে।