দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতেই আগামী চার দিন তাপমাত্রার বড় রকম হেরফের হবেনা এবং শুধুমাত্র আজ পর্যন্তই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডঃ সোমনাথ দত্ত আকাশবাণীকে বলেন, আগামী মাসের চার তারিখ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংএর দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
Site Admin | March 30, 2025 7:56 PM
দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতেই আগামী চার দিন তাপমাত্রার বড় রকম হেরফের হবেনা এবং শুধুমাত্র আজ পর্যন্তই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।
