দক্ষিণবঙ্গে তীব্র ও অস্বস্তিকর গরমে মানুষজন নাজেহাল। সেই সঙ্গে বাড়ছে রোদের তেজও। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। একই সঙ্গে রাজ্যের ৭টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এগুলি হল – দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম।
এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরমের অস্বস্তি জারি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। আরও অন্তত তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে।
এদিকে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, স্বভাবিকের তুলনায় যা প্রায় ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি স্বাভাবিকের প্রায় ৩ ডিগ্রি ওপরে।