মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 11, 2025 10:02 AM

printer

থাইল্যান্ডের ব্যাঙ্ককে আয়োজিত ২০২৫ প্যারা আর্চারী এশিয়া কাপে ভারত ৬টি স্বর্ণ পদক নিয়ে পদক তালিকার শীর্ষে থেকে প্রতিযোগিতা শেষ করেছে

থাইল্যান্ডের ব্যাঙ্ককে আয়োজিত ২০২৫ প্যারা আর্চারী এশিয়া কাপে ভারত ৬টি স্বর্ণ পদক নিয়ে পদক তালিকার শীর্ষে থেকে প্রতিযোগিতা শেষ করেছে।

প্রতিযোগিতার শেষ দিনে গতকাল ভারত ২টি সোনা সহ ৬টি পদক জয় করে। মহিলাদের কম্পাউন্ট ওপেনে সিঙ্গাপুরের নুর সাইদিয়া আলিমকে ফাইনালে ১৪৩–১৪২ পয়েন্টে হারিয়ে দিয়ে সারিতা সোনা জেতেন।

অন্যদিকে, পুরুষদের কম্পাউন্ট ওপেনে শ্যামসুন্দর শামী ইন্দোনেশিয়ার কেন সোয়াগুমিলানকে ১৪৩-১৪১ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন।

রাকেশ কুমার পুরুষদের কম্পাউন্ট বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেন। প্যারালিম্পিক চ্যাম্পিয়ান হরভিন্দর সিং আর একটি ব্রোঞ্জ পদক পয়েছেন।

পুরুষদের W-1 বিভাগে আদিল মহম্মদ নাজির আনসারি ব্রোঞ্জ জিতেছেন। ভারত ৬টি সোনা, ৩টি রূপো ও ৩টি ব্রোঞ্জ পদক সহ মোট ১২টি পদক জয় করেছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন