মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 29, 2024 10:19 PM

printer

ত্রিপুরা  সরকার, সমগ্র রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ এলাকা হিসাবে ঘোষণা করেছে

ত্রিপুরা  সরকার, সমগ্র রাজ্যকে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ এলাকা হিসাবে ঘোষণা করেছে। রাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির পরিপ্রেক্ষিতেই  এই সিদ্ধান্ত | রাজস্ব সচিব বৃজেশ পান্ডে আজ  আগরতলায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে, বলেন, এ ব্যাপারে  ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে| প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ এলাকা হিসাবে ঘোষনা করা হলে সরকারী ক্ষতিপূরন প্রদান এবং বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ  দ্রুত এবং সহজে করা যায়|শ্রী পান্ডে আরও  জানান, রাজ্যে বন্যা ও ধ্বসে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩২| আহত  দুইজন এবং  ১ জন নিখোঁজ|এদিকে আন্ত:মন্ত্রনালয় পর্যায়ের একটি কেন্দ্রীর প্রতিনিধিদল  ত্রিপুরায় বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনায়  চারটি জেলা পরিদর্শন শুরু করেছে।  কেন্দ্রীয় জল কমিশনের ডিরেক্টর মহেশ কুমারের নেতৃত্বে এই দলটি আজ  গোমতী ও দক্ষিন জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন|

উল্লেখ্য,   রাজ্যে বর্তমানে ৩৪৬টি ত্রান শিবিরে ৫২ হাজার ৯০৬ জন রয়েছেন|  

ইতিমধ্যেই  ৩৭ হাজার ৫৯৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে। | ত্রাণ শিবির ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত ১ হাজার ৮৬৭টি স্বাস্থ্য শিবিরে  ৪৩ হাজার ৮৮৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্র দেওয়া হয়| শিশুদের জন্য রেশন সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে|রাজস্ব সচিব শ্রী পান্ডে  জানান, রাজ্যে ২৪টি বিদ্যুত মহকুমার মধ্যে ১৮টিতে ১০০ শতাংশ বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করা হয়েছে| বাকী বিদ্যুৎ মহকুমাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে|

তিনি আরো বলেন বন্যার ফলে যেসমস্ত নির্মান শ্রমিক কাজ হারিয়েছেন রাজ্য সরকারের শ্রম দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, নথীভুক্ত ৪২ হাজার ৯৮১ জন নির্মান শ্রমিককে এক কালীন ৪ হাজার টাকা করে দেওয়া হবে| এর জন্য রাজ্য সরকারের খরচ হবে ১৭ কোটি ২০ লক্ষ টাকা|

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন