তেলেঙ্গানায় ভারী বৃষ্টি এবং বৃষ্টিজনিত নানা কারণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী ডি শ্রীধর বাবু আজ হায়দ্রাবাদে এই কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, বৃষ্টির ফলে যেসব নীচু এলাকাগুলিতে জল ঢুকেছে সেখানে ত্রাণ ও উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। খাম্মাম, মেহেবুবা বাদ এবং সূর্যপেটের কিছু এলাকার পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
সরকার, মৃতদের পরিজনকে অবিলম্বে অর্থসহায়তার কথা ঘোষনা করেছেন। মুখ্যমন্ত্রী এ রেবান্ত রেড্ডি আজ খাম্মাম জেলায় সড়কপথে পরিস্থিতি পরিদর্শন করেন।