তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের স্কি রিসোর্টের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫১ জন। ঐ হোটেল থেকে প্রায় ২৩০ জন অতিথিকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়া হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া জানিয়েছেন, কার্তালকায়া শহরে পাহাড়ের চূড়ায় অবস্থিত ১২ তলা ঐ হোটেলের রেস্তোরাঁয় প্রথমে আগুন লাগে। খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে।
ঘটনার তদন্তে ছয় সদস্যের দল গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত ন’জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ওই হোটেলের মালিকও আছেন।