তিস্তার জলবন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর তীব্র আপত্তির মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি চান ভারত, তিস্তা প্রকল্প বাস্তবায়িত করুক। কারণ এর সঙ্গে প্রতিবেশী দেশের স্বার্থ জড়িয়ে আছে। ঢাকায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে তাঁর সাম্প্রতিক চীন সফর নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, চীন তিস্তা প্রকল্প নিয়ে কিছু প্রস্তাব দিয়েছে এবং এর সম্ভাব্যতা বিষয়ে সমীক্ষা চালিয়েছে। ভারতও তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা খতিয়ে দেখতে সমীক্ষা চালানোর প্রস্তাব দিয়েছে। তিনি চান, ভারতই এই কাজ করুক। তিস্তার জল ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই তাদের উচিত প্রকল্পটি গ্রহণ করা। ভারত প্রকল্পটি নিয়ে এগোলে বাংলাদেশ প্রয়োজনীয় সবরকম সহায়তা করবে বলে আশ্বাস দেন শেখ হাসিনা। তিনি বলেন, ভারতের সমীক্ষা শেষ হওয়ার পর বাংলাদেশের পক্ষে যে প্রস্তাবটি উপযুক্ত বলে তাঁর সরকার মনে করবে, সেটি গ্রহণ করা হবে।
উল্লেখ্য ভারত ও বাংলাদশের মধ্যে দিয়ে বইছে ৫৪ টি নদী। বন্যা নিয়ন্ত্রণ, আগাম সতর্কতা ও পানীয় জল প্রকল্পে দুটি দেশ পরস্পরকে সহযোগিতা করে থাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের সময় দুটি দেশ, তিস্তার জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে একমত হয়।