তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের আজ ইংল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত ম্যাচে খেলবে ভারত। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম খেলা শুরু হবে দুপুর দেড়টায়। ইতিমধ্যেই ভারত আগের দুটি ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে।
এই সিরিজে ভারতীয় দল দুরন্ত ফর্মে রয়েছে। কটকে এর আগের ম্যাচে সেঞ্চুরি করেন অধিনায়ক রোহিত শর্মা।