তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে তাঁকে স্বাগত জানান নিউজিল্যান্ডের কৃষিমন্ত্রী টড ম্যাকক্লে এবং সেদেশের ভারতের হাই কমিশনার নীতা ভূষণ। আগামীকাল ওয়েলিংটন যাবেন তিনি। গভর্নমেন্ট হাউজে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। প্রদান করা হবে রয়্যাল গার্ড অব অনার।
নিউজিল্যান্ডে থাকাকালীন রাষ্ট্রপতি মুর্মু গভর্নর জেনারেল কিরো ছাড়াও প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে শিক্ষা সংক্রান্ত সম্মেলনে ভাষণ দেবেন তিনি। কথা বলবেন সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে।