তিন দেশ সফরের তৃতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। দু’দিনের এই সফরে তিনি জেনেভায় আন্তর্জাতিক সংগঠনগুলির প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্ব্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তাঁরা।
এর আগে তিনি সৌদি আরব এবং জার্মানি সফর করেন।