তিন দিনের সফরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আইএনএস মুম্বাই, আজ কলম্বো পৌঁছেছে। বন্দরে পৌছানোর সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কা নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে রণতরীটিকে স্বাগত জানায়। শ্রীলঙ্কার কোন বন্দরে আইএনএস মুম্বাইয়ের এটি প্রথম সফর। এ বছর শ্রীলঙ্কায় ভারতীয় নৌবাহিনীর কোন রণতরীর এটি অষ্টম সফর । শ্রীলঙ্কার বিমান বাহিনীর ডর্নিয়ার মেরিটাইম পেট্রোল বিমানের জন্য ভারতীয় নৌবাহিনীর এই জাহজ প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে৷ সফরকালে শ্রীলঙ্কা নৌবাহিনীর কর্মীরা ভারতীয় রণতরীর বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে পরিচিত হবেন। এ ছাড়াও দু দেশের নৌবাহিনীর সদস্যরা ক্রীড়া প্রতিযোগিতা , যোগাসন এবং সমুদ্র সৈকত পরিষ্কারের করমসূচীতে যোগ দেবেন ।
Site Admin | August 26, 2024 11:46 AM