মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 26, 2024 11:46 AM

printer

তিন দিনের সফরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, আইএনএস মুম্বাই, আজ কলম্বো পৌঁছেছে।

তিন দিনের সফরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজআইএনএস মুম্বাইআজ কলম্বো পৌঁছেছে। বন্দরে পৌছানোর সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কা নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে রণতরীটিকে স্বাগত জানায়।  শ্রীলঙ্কার কোন বন্দরে আইএনএস মুম্বাইয়ের এটি প্রথম সফর। এ বছর  শ্রীলঙ্কায় ভারতীয় নৌবাহিনীর কোন রণতরীর  এটি অষ্টম সফর ।  শ্রীলঙ্কার বিমান বাহিনীর ডর্নিয়ার মেরিটাইম পেট্রোল বিমানের জন্য ভারতীয় নৌবাহিনীর এই জাহজ প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে৷   সফরকালে শ্রীলঙ্কা নৌবাহিনীর কর্মীরা ভারতীয় রণতরীর বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে পরিচিত হবেন। এ ছাড়াও দু দেশের নৌবাহিনীর সদস্যরা ক্রীড়া প্রতিযোগিতা , যোগাসন এবং সমুদ্র  সৈকত পরিষ্কারের করমসূচীতে যোগ দেবেন ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন