তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, কেরালা, দক্ষিণ কর্ণাটক, কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে আজ ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আজ সমুদ্র উত্তাল থাকবে। তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় আজ দুপুরের পর থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে। মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ এবং যারা ইতোমধ্যেই বেরিয়েছেন তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।
এদিকে, আজ ভোরে অন্ধ্রপ্রদেশের তড়ার কাছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ক্রমশ দুর্বল হয়ে এটি নিম্নচাপে পরিণত হবে এবং আজ বিকেলে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল এবং পার্শ্ববর্তী উত্তর তামিলনাড়ুর ওপর অবস্থান করবে। এর জেরে অন্ধ্রপ্রদেশের নেল্লোর, প্রকাশম, চিত্তোর এবং তিরুপতি জেলায় ভারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৫ দিন ওই উপকূল এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।