মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 20, 2024 12:26 PM

printer

তামিলনাড়ুতে বিষমদ পানে ২৬ জনের মৃত্যু। গুরুতর অসুস্থ ৬০-এর বেশি।

 

তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদ খেয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ৬০ জনের বেশি গুরুতর অসুস্হ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

অসুস্থদের কাল্লাকুরিচি, সালেম ও পুদুচেরীর Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research সেন্টারে ভর্তি করা হয়েছে।

এর ঘটনার পরপরই, কাল্লাকুরিচি-র জেলাশাসককে বদলি করা হয়েছে এবং ডি এস পি সহ ১০ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ২-শো লিটার মদ।

স্বাস্থ্য মন্ত্রী এম সুব্রামানিয়াম কাল্লাকুরিচিতে সাংবাদিকদের বলেন, মদে প্রচুর পরিমাণে মিথানল থাকার জন্যই এই ঘটনা।  ইতিমধ্যেই উচ্চ-পর্যায়ের  তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে নেবে বলে মন্ত্রী জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন