তানজানিয়ার উত্তর-পশ্চিম কাগেরা অঞ্চলে ‘মারবার্গ’ ভাইরাস সংক্রান্ত রোগ- MVD ছড়িয়ে পড়ায় প্রতিবেশী দেশ কেনিয়াতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নাইরোবিতে সেদেশের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতি জারি করে বলেছেন, এখনো পর্যন্ত কেনিয়ায় এই ভাইরাসে আক্রান্ত বেক্তির সন্ধান না মিললেও, তানজানিয়া এবং প্রতিবেশী অন্যান্য দেশ থেকে আন্তঃসীমান্ত যাতায়েত থাকায় সংক্রমণের সম্ভাবনা থাকছে। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রক দায়বদ্ধ।
উল্লেখ্য, ২০২৩-এর মার্চ মাসে তানজানিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশে MVD রোগে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
মারবার্গ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের প্রচন্ড জ্বর, মাথা যন্ত্রণা, শরীরে ব্যথা বা খিঁচুনি, বমি এবং র্যাশের সমস্যা দেখা দেয়। WHO-এর মতে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত স্থান, জিনিষপত্র, ফ্লুইড বা দেহরস থেকে এই রোগ ছড়াতে পারে।