মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 3, 2025 5:50 PM

printer

তথ্য ও সম্প্রচার, রেল এবং বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ অসমের গুয়াহাটিতে, গুয়াহাটি-নিউ লখিনপুর জন শতাব্দী এক্সপ্রেস, নিউ বঙ্গাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন এবং তিনসুকিয়া-নাহারলাগুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন।

তথ্য ও সম্প্রচার, রেল এবং বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আজ অসমের গুয়াহাটিতে, গুয়াহাটি-নিউ লখিনপুর জন শতাব্দী এক্সপ্রেস, নিউ বঙ্গাইগাঁও-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন এবং তিনসুকিয়া-নাহারলাগুন এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন। অনুষ্ঠানে অসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য্য এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা উপস্থিত ছিলেন। রোড ওভার ব্রীজও সাধারণের জন্য খুলে দেওয়া হয়। গুয়াহাটি থেকেই শ্রী বৈষ্ণো ভার্চুয়ালি টেন কিলোওয়াট আকাশবাণী কোকরাঝাড় এফএম স্টেশনের উদ্বোধন করেন। এছাড়াও ন্যাশানাল ইন্সটিটিউট অফ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির সূচনা করেন মন্ত্রী। আকাশবাণীর মহা নির্দেশক ডক্টর প্রজ্ঞাপালিয়ল গৌড় এবং অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লুক ইস্ট পলিসিকে অ্যাক্ট ইস্ট পলিসিতে পরিবর্তন করেছেন।

আকাশবাণী কোকরাঝাড় এফএম স্টেশনের উদ্বোধন করে মন্ত্রী বলেন, বোরোল্যান্ডের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন কেন্দ্র পূরণ করেছে। ১৯৯৯ সালে ১৫ ই আগস্ট থেকে এই কেন্দ্রে ২০ কিলো ওয়াট মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান সম্প্রচার হত। এখন এফএমে তা পরিবর্তন করায় এই কেন্দ্রের চারপাশে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠান শোনা যাবে। কোকড়াঝাড় ছাড়াও ধূবরী, বঙ্গাইগাওঁও এবং চিরাং-এর মানুষও অনুষ্ঠান শুনতে পাবেন।

শ্রী বৈষ্ণো এরপর মরিগাঁও জেলার জাগিরোডে টাটা সেমি কন্ডাক্টর কেন্দ্রটি ঘুরে দেখবেন। দিল্লী রওনা হওয়ার আগে উত্তর ফ্রন্টিয়ার রেল প্রকল্পগুলিও পরিদর্শন করবেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন