মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 6, 2024 1:38 PM

printer

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জাপানের ডিজিটাল রূপান্তর মন্ত্রী তারো কোনোর সাথে বৈঠক করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বীনী বৈষ্ণো টোকিও-য় জাপানের ডিজিট্যাল রূপান্তর মন্ত্রী তারোকোনো-র সঙ্গে দু’দেশের ডিজিট্যাল সম্পর্ক আরো জোরদার করতে কথা বলেছেন। ভবিষ্যতমুখী প্রযুক্তিগত অগ্রগতির ওপর নজর রেখে ডিজিট্যাল মানচিত্রে ঘটে চলা উদ্বভাবন ও সহযোগিতার বিষয়ে তাঁরা মোট বিনিময় করেন। শ্রী বৈষ্ণো, দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরো বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত জাপান ব্যাঙ্কের চেয়ারম্যান দাদাশি মেদা-র সঙ্গেও সাক্ষাত করেছেন। এর আগে মন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাসাকুমি মোরির সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন। সফরকালে শ্রী বৈষ্ণোর  একাধিক নানা বিষয়ে অন্যান্য মন্ত্রীবর্গের সঙ্গে সাক্ষাতের খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন