তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু বলেছেন, ওয়েভস শীর্ষ সম্মেলনে গণমাধ্যম এবং বিনোদন জগতের সব শাখাই এক ছাতার নিচে আসবে। চলতি বছরের পয়লা মে থেকে ৪ থ মে পর্যন্ত মুম্বাই এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আজ বেঙ্গালুরুতে এনিমেশন – ভিজুয়াল ইফেক্টস – গেমিং – কমিকস AVGC ক্ষেত্রে GAFX এর একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ওয়েভস সম্মেলনে কন্টেন্ট প্রস্তুতকারক এবং প্রযুক্তি বিশারদরা এক অনন্য সুযোগ পাবেন। সচিব বলেন, গল্প বলা ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতোবে ভাবে জড়িয়ে আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ক্ষেত্রে ভারত, আগামী দিনে বিশ্বের জন্য কন্টেন্ট তৈরির কাজে এগিয়ে চলেছে। কমলা অর্থনীতির তে কন্টেন্ট তৈরি তার অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
সঞ্জয় যাজু বলেন, চলতি বছরের পয়লা এপ্রিল মুম্বাইয়ে ইন্ডিয়ান ইস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি তার অস্থায়ী ক্যাম্পাস থেকে কাজ শুরু করবে। তিনি বলেন, এর ফলে যারা কন্টেন্ট তৈরি করে তারা নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হবেন। এনিমেশন – ভিজুয়াল ইফেক্টস – গেমিং – কমিকস AVGC ক্ষেত্রে দক্ষ কর্মী তৈরি হবে বলে জানান সচিব।