মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 18, 2024 9:52 PM

printer

ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে এবং চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জমায়েতের বিরুদ্ধে পুলিশী অভিযানকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়াম চত্ত্বর আজ রণক্ষেত্র হয়ে ওঠে

RG KAR কান্ড নিয়ে আজ’ও উত্তাল কলকাতা। ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে এবং চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জমায়েতের বিরুদ্ধে পুলিশী অভিযানকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়াম চত্ত্বর আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বিধাননগর কমিশনারেটের ডিসি অনীশ সরকার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, আজ বিকেল চারটে থেকে রাত ১২ টা পর্যন্ত সল্টলেক স্টেডিয়াম চত্ত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা- BNSS-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। ভারতীয় দন্ডবিধিতে যা ছিল ১৪৪ ধারা। কিন্তু নিষেধাজ্ঞা মানেননি লাল-হলুদ, সবুজ-মেরুণ সমর্থকরা। 

মিছিল আটকাতে যদি এত পুলিশ দেওয়া যায়, তাহলে ডার্বি ম্যাচ করানো গেলনা কেন, এই প্রশ্ন তুলেছেন CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

SUCI কমিউনিস্ট’ও শান্তিপূর্ণ ক্রীড়াপ্রেমীদের ওপর পুলিশের লাঠি চালনার তীব্র নিন্দা করেছে। দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবী জানিয়েছেন দলের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য।

  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার’ও সল্টলেক স্টেডিয়ামের সামনে ক্রীড়াপ্রেমীদের ওপর পুলিশের দমন-পীড়নের কড়া সমালোচনা করেছেন।

অন্যদিকে, বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার সাংবাদিকদের জানিয়েছেন, নির্দিষ্ট গোয়েন্দা খবরের ভিত্তিতেই ডার্বি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

ডার্বি ম্যাচ বাতিল এবং আর জি কর কান্ডের প্রতিবাদে হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ড থেকে পাওয়ার হাউস পর্যন্ত আজ মিছিল করেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন