ডিম, দুধ, মাংস উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত চলতি বছরের অ্যানিমাল হাসবেন্ড্রি স্ট্যাটিসটিক্সের এই তথ্য নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, জাতীয় উৎপাদনের ১২ দশমিক ৬/২ শতাংশ মাংস এরাজ্যেই উৎপাদিত হয়েছে। পাশাপাশি দুধের ক্ষেত্রে দেশের মধ্যে বার্ষিক সর্বোচ্চ উৎপাদনস্হলও বাংলা। এক্ষেত্রে জাতীয় গড় যেখানে ৩ দশমিক সাত আট শতাংশ, সেখানে বাংলার গড় উৎপাদন শতকরা ৯ দশমিক সাত ছয় শতাংশ। তিনি জানিয়েছেন, ডিম, দুধ, মাংস উৎপাদনে দেশের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশকেও ছাপিয়ে গেছে এই রাজ্য।
Site Admin | December 16, 2024 9:45 PM