মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 18, 2024 9:50 PM

printer

ডক্টর বি আর আম্বেদকার সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্তব্যকে বিরোধীরা বিকৃত করছে বলে সরকার অভিযোগ করেছে।

ডক্টর বি আর আম্বেদকার সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্তব্যকে বিরোধীরা বিকৃত করছে বলে সরকার অভিযোগ করেছে। আজ সংসদ ভবনে সাংবাদিকদের কাছে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, শ্রী শাহের রাজ্যসভার বক্তব্যের একটি সামান্য অংশকে ছড়িয়ে দিয়ে গন্ডগোলের চেষ্টা করা হচ্ছে। তিনি এর তীব্র নিন্দা করেন। বিষয়টি নিয়ে সংসদের উভয় সভার কাজকর্মে ব্যাঘাত ঘটানোর জন্য তিনি বিরোধীদের সমালোচনা করেছেন।

এদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সাংসাদ অনুরাগ সিং ঠাকুরও বিষয়টি নিয়ে কংগ্রেসের সমালোচনা করেছেন। তিনি বলেন, কংগ্রেস তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণী বিরোধী তা শ্রী শাহ প্রকাশ্যে এনেছেন। কংগ্রেসের শাসনে ডক্টর আম্বেদকারকে ভারতরত্ন দেওয়া হয়নি কেন, তিনি সেই প্রশ্নও তোলেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন