মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 29, 2024 11:58 AM

printer

টোকিও-তে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিয়েছেন।

টোকিও-তে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীরা এই বৈঠকে যোগ দিয়েছেন।

 বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বোধনী ভাষণে বলেন, এক কঠিন সময়ের মধ্যে দিয়ে বিশ্ব যাচ্ছে যেখানে আন্তর্জাতিক আর্থিক বিকাশ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশ্বাসযোগ্যতা এবং স্বচ্ছ্ব ডিজিট্যাল সহযোগিতার গুরুত্ব বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলকে  আরো জোরদার করতে পারে। তিনি আরো বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মুক্ত-অবাধ, স্থায়ী, নিরাপদ এবং সমৃদ্ধশালী করে তুলতে কোয়াড সহযোগিতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্ব দেন।

 গত বছর সেপ্টেম্বরে নিউইয়র্কে হওয়া শেষ বৈঠকে আলোচিত বিষয়গুলি এগিয়ে যাওয়া নিয়ে আজকের বৈঠকে আলোচনার দিকে তিনি তাকিয়ে আছেন বলে জানিয়েছেন, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন বিষয়ে মতামত এবং গুয়াদের নানা পদক্ষেপের ব্যাপারে মতবিনিময় হবে বলেও তিনি জানান। চারটি দেশের বিদেশ মন্ত্রীরা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলির মধ্যে ভবিষ্যৎ সমঝোতা নিয়ে ও কথা হবে। এর আগে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিওয়াং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য এবং শিক্ষা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আরো বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে কথা হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস্তবিক সহযোগিতা আরো দৃঢ় করার বিষয়ে ও তারা আলোচনা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন